News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫৮, ৯ আগস্ট ২০১৯
আপডেট: ২৩:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২০

দীপু মনির স্বামীকে ভারতে নেয়ার প্রস্তুতি চলছে

দীপু মনির স্বামীকে ভারতে নেয়ার প্রস্তুতি চলছে

শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেয়ার প্রস্তুতি চলছে। শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আব্দুল আলিম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৭২ বছর বয়সী তৌফীক নাওয়াজ গত মাসে ব্রেইন স্ট্রোক হওয়ার পর থেকে তিন সপ্তাহ ধরে সংজ্ঞাহীন রয়েছেন। এখন নিজে শ্বাস-প্রশ্বাস নিতে পারেন। তবে চোখ মেলে তাকাতে পারেন না।

আব্দুল আলিম বলেন, এরমধ্যে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার করেছেন। রক্ত চলাচল স্বাভাবিক করার জন্যে মাথার ভেতরে অপারেশন করে দুটো রিং পরানো। তারপরও অজ্ঞান রয়েছেন। 

তিনি আরও বলেন, আগামী রোববার সকালে তৌফীক নাওয়াজকে মুম্বাই নিয়ে যাওয়া হবে। মন্ত্রীসহ পরিবারের আরও দুজন সদস্য তার সঙ্গে থাকবেন। 

আইনজীবী তৌফীক ধ্রুপদী সঙ্গীত চর্চা করেন। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য।

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়