বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস’র ইফতার অনুষ্ঠিত
নাইম আবদুল্লাহ সিডনি সংবাদদাতা

১ জুন (শনিবার) পঞ্চবল কমিউনিটি সেন্টারে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ কমিউনিটির পুরোনো সামাজিক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস’র সভাপতি মাহবুবু চৌধুরী, সাধারণ ও সাংগঠনিক সম্পাদক, প্রতিষ্ঠানটির বর্তমান এবং প্রাক্তন সদস্য, সাংবাদিক এবং সিডনির নানা পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
সংগঠনটি গত ২০ বছর ধরে বিডি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনাসহ সামাজিক কার্যক্ষম পরিচালনা করে আসছে।
নিউজবাংলাদেশ.কম/এমএস