পাকিস্তান-ভারতের সুপার ফোরে হ্যান্ডশেক বিতর্ক এড়াতে নতুন নিয়ম

ছবি: সংগৃহীত
এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় ক্রিকেটাররা। এবার সুপার ফোরে মুখোমুখি হতে গিয়ে হ্যান্ডশেক বিতর্ক এড়াতে নতুন নির্দেশ দিয়েছে আইসিসি।
পাকিস্তান দলকে বলা হয়েছে, রবিবার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের সঙ্গে খেলতে গিয়ে ক্রিকেটাররা হাত মিলাবেন না। পাকিস্তান এই নির্দেশ মেনে নিয়েছে।
ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির সিইও সংযোগ গুপ্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন। এরপর পাকিস্তান অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠকে ক্রিকেটারদের এই নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিসিবি
এর আগে গ্রুপ পর্বে ভারত পাকিস্তানকে ২০ ওভারে ১২৭ রানে সমান্য জেতে উড়িয়ে দিয়েছে। ভারতের স্পিনাররা পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দিয়েছে—কুলদীপ যাদব তিন, অক্ষর প্যাটেল দুটি ও বরুণ চক্রবর্তী একটি উইকেট নেন। জবাবে ভারতের ওপেনার অভিষেক শর্মা ঝোড়ো ৩১ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব অপরাজিত ৪৭ রানে সহজ জয় নিশ্চিত করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি