ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী আহত
ফেনী সংবাদদাতা

ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধে’ গিয়াস উদ্দিন দুলাল নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার ও প্রায় দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পক নগর গ্রামের কাছে এ ঘটনা ঘটে।
আহত দুলাল পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় গ্রামের আলী আকবরের ছেলে।
ছাগলনাইয়া থানা পুলিশ জানায়, সন্ধ্যায় টহল পুলিশ গাড়ি তল্লাশি করার সময় একদল মাদক বিক্রেতা পুলিশের ওপর হামলা চালায়। স্বল্প সংখ্যক পুলিশ পরিস্থিতি মোকাবেলা করতে না পারার সংবাদ থানায় পৌঁছলে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে, এ সময় মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে একজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। স্থানীয় লোকজন মাদক ব্যবসায়ী দুলালকে সনাক্ত করে।
দুলালের নামে মাদক, ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এমএস