News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০২, ২৭ অক্টোবর ২০১৯
আপডেট: ০৯:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২০

আমিরের ছবির জন্য জীবনে প্রথম অডিশন দিলেন কারিনা!

আমিরের ছবির জন্য জীবনে প্রথম অডিশন দিলেন কারিনা!

এই প্রথম নিজের কেরিয়ারে অডিশন দিতে হল কারিনা কাপুরকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, তিনি অডিশন দিয়েছেন আমির খানের ‘লাল সিংহ চাড্ডা’-ছবির জন্য। মিস্টার পারফেকশনিস্টের আগামী এই ছবি বলিউডের কালজয়ী সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক।

কারিনা স্বীকার করেছেন, এর আগে কোনোদিন তাকে অডিশন দিতে হয়নি। এমনকি, প্রথম সিনেমা ‘রিফিউজি’-র জন্যেও নয়। তাই প্রথমে যখন তার কাছে অডিশনের প্রস্তাব এসেছিল, তখন তিনি নাকি আকাশ থেকে পড়েছিলেন!

তাকে বোঝান স্বামী সাইফ আলি খান। সাইফ তাকে নাকি বলেন, “অডিশন দিতে সমস্যা কোথায়? এমনকি, আল পাচিনোকেও পরীক্ষা দিতে হতে পারে। এতে ভুল কোথাও নেই। কিন্তু আমাদের অভিনেতা এবং শিল্পী হিসেবে নিশ্চিত হতে হবে।”

সাইফের কথায় কারিনা বুঝতে পারেন নিজেকে ‘তারকা’ ভেবে দূরে সরিয়ে রাখলে চলবে না। পুরো বিষয়টির মধ্যে ঢুকে সব কিছু বুঝতে হবে। এই উপলব্ধির কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে আমির অভিনয় করবেন নাম ভূমিকায়। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ইংরেজি ‘ফরেস্ট গাম্প’-এ সেই ভূমিকায় ছিলেন টম হ্যাঙ্কস। তার বিপরীতে থাকা রবিন রাইট-এর ভূমিকায় অভিনয় করবেন কারিনা কাপুর। ‘গুড নিউজ’, ‘আংরেজি মিডিয়াম’, ‘তখত’-সহ আরও কয়েকটি ছবির কাজ চলছে কারিনার।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়