News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আজিমপুরে হাজী সেলিমের বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী

আজিমপুরে হাজী সেলিমের বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী

ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুরের দায়রাশরীফ এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাসাটি ঘিরে রাখার দৃশ্য দেখা গেছে। অভিযান শুরু হয় বেলা ১১টা থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলমান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামে পরিচিত ওই ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে একটি গোপন কক্ষ পাওয়া যায়, যেখানে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে সাবেক সংসদ সদস্যের লোগো সংযুক্ত ছিল।

আরও পড়ুন: ১৪৪ ধারার মধ্যেই চলছে সড়ক অবরোধ, থমথমে খাগড়াছড়ি

ঘটনার তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। তবে ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

এ বিষয়ে যৌথবাহিনীর সদস্যরা গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজী সেলিম এবং তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এছাড়া তার আরেক ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন।

ঘটনার প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং অভিযান চলমান রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়