News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৪:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২৫

‘কোথাও কোনো শঙ্কা নেই, নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা’

‘কোথাও কোনো শঙ্কা নেই, নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা’

ছবি: সংগৃহীত

এ বছর সারাদেশে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন। 

তিনি বলেন, পূজা উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তবে কোথাও কোনো শঙ্কা নেই। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বছর পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। সে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। সারাদেশে পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে এক লাখ সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি ৭০ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর সঙ্গে বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরাও মাঠে থাকবে।

আরও পড়ুন: পূজার সময় ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি আরও জানান, প্রতিটি পূজা মণ্ডপের কমিটির সাতজন সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করছেন। পূজা কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য স্বেচ্ছাসেবীদের এনটিএমসি অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর থেকে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছেন। প্রতিটি জেলায় ছাত্র-জনতাকেও মনিটরিংয়ে সম্পৃক্ত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ মন্দির ও পূজা মণ্ডপে বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

তার ভাষায়, প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। তবে পূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে।

এ সময় পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়েও তিনি কথা বলেন। তিনি জানান, সম্প্রতি পার্বত্য এলাকায় একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সব পক্ষকে নিয়ে বৈঠক করছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা পুনর্ব্যক্ত করেন, সারাদেশে পূজা উদ্‌যাপন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনগণকে শান্তিপূর্ণভাবে পূজা পালন করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়