News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫

‘পিআর ও এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব পড়বে না’

‘পিআর ও এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে প্রভাব পড়বে না’

ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীকসংক্রান্ত জটিলতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইসি আনোয়ারুল বলেন, “বিগত নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের আর দায়িত্ব পালন করতে দেওয়া হবে না। কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত। বিদ্যমান আইন অনুযায়ী সব প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা এবং ভোট কারচুপি রোধে মাঠপর্যায়ে কার্যকর মোবাইল টিম, মোবাইল কোর্ট, ইলেক্টোরাল ইনকোয়ারি টিম, পর্যবেক্ষক টিম ও মোবাইল অ্যাপসের মাধ্যমে মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‍্যাবের ২৮১ টহল দল মোতায়েন

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব একে এম নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপা

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়