নিউইয়র্কে হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া

ফাইল ছবি
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) ঢাকায় এক বিবৃতিতে সরকারের মুখপাত্র বলেন, এই হামলা নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এর সঙ্গে বাংলাদেশের রাজনীতির কোনো যোগসূত্র নেই।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যেই হামলাকারীকে আটক করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
মুখপাত্র আরও বলেন, আমরা আশা করি মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনবে।
আরও পড়ুন: আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব
অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিতে উল্লেখ করা হয়, বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশি রাজনৈতিক নেতার নিরাপত্তা বিঘ্নিত হওয়া কাম্য নয়।
তবে সরকার জোর দিয়ে বলে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই।
উল্লেখ্য, সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছালে এক ব্যক্তি মির্জা ফখরুলের ওপর আকস্মিক হামলার চেষ্টা চালায়। ঘটনাস্থলেই হামলাকারীকে পুলিশ আটক করে। মির্জা ফখরুল শারীরিকভাবে গুরুতর আহত না হলেও সাময়িকভাবে চিকিৎসা নিতে হয়েছে।
এই ঘটনায় বিএনপি নেতারা সরকারের সমালোচনা করলেও অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, ঘটনাকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা অযৌক্তিক।
নিউজবাংলাদেশ.কম/পলি