‘গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে’ বাংলাদেশকে চায় চীন

ছবি: সংগৃহীত
ন্যায়সঙ্গত ও অধিক ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে চীনের ‘গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে’ (জিজিআই) অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে বেইজিং।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্যোগে গৃহীত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো বৈশ্বিক শাসনব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ‘চীনা সমাধান’ উপস্থাপন করা।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠককালে এ আমন্ত্রণ জানান।
পরদিন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার চীনা দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
আরও পড়ুন: জুলাই সনদ বিষয়ে খুব দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারব: আলী রীয়াজ
সোমবারের বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রত্যক্ষ সহযোগিতা, গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, উভয় দেশই সম্পর্ক উন্নয়নের ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে। বাংলাদেশ-চীন সহযোগিতা নির্বিঘ্নে চলছে এবং দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়েছে। তিনি আরও বলেন, দুই দেশের নেতাদের মধ্যে গৃহীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।
বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই উদ্যোগকে স্বাগত জানান এবং এর প্রশংসা করেন। তিনি এটিকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সময়োপযোগী একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশ আরও একবার পুনর্ব্যক্ত করেছে যে, দুই দেশের জনগণের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা গভীর করার ব্যাপারে তারা আগ্রহী। একইসঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতি নিয়েও সন্তোষ প্রকাশ করেছে ঢাকা।
নিউজবাংলাদেশ.কম/পলি