পিএসসির সচিব হলেন আব্দুর রহমান তরফদার

ছবি: সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
গত ২৮ আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। ওইদিনই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি দিয়ে শ্রমসচিব করা হয়।
আরও পড়ুন: ‘নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে’
তবে শ্রম মন্ত্রণালয়ে যোগদানের সময় জটিলতার কারণে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেননি। শেষ পর্যন্ত পূর্বের কর্মস্থল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে বসেই দায়িত্ব পালন করছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি