News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৫, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু ভোটাধিকার নয়: ফাওজুল কবির

আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু ভোটাধিকার নয়: ফাওজুল কবির

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের সমর্থকদের ভোটাধিকার নিষিদ্ধ করা যাবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। 

তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটার অধিকার নিষিদ্ধ নয়। তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন, তা কেউ বলতে পারবে না।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে আয়োজিত জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা ফাওজুল কবির খান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দল নেই এবং সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে। 

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে কে জিতল, কে হারল তা সরকারের দেখার বিষয় নয়। কোনো সরকারি কর্মকর্তা নির্বাচনে কারও পক্ষ নিতে পারবে না। কেউ যদি কোনো দলের পক্ষ নেন, তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: নেপালের অন্তবর্তী সরকারপ্রধানকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে যে দলই জয়ী হোক না কেন, সরকারি কর্মকর্তারা সেই দলের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। তবে নির্বাচনের আগে এবং ভোট চলাকালে তাদের নিরপেক্ষ থাকা বাধ্যতামূলক। ডিসি, এসপি ও ওসিরা যদি কারও পক্ষ নেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফাওজুল কবির ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, আওয়ামী লীগ যে নির্বাচন করেছিল, সেটা দিনের ভোট রাতের সময় করা হয়েছিল। এটি ছিল ‘লায়লাতুল নির্বাচন’।

বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কেও উপদেষ্টা জানান, বর্তমানে দেশে বিদ্যুৎ সংকট নেই। তবে কিছু এলাকায় গ্যাস সরবরাহে সাময়িক সমস্যা রয়েছে, যা শিগগিরই সমাধান হবে। 

তিনি বলেন, সরকার সবসময় বিদ্যুতের লোডশেডিং মনিটরিং করছে।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে জনদুর্ভোগের বিষয়েও তিনি মন্তব্য করেন, উন্নয়নের জন্য কিছুটা কষ্ট মেনে নিতে হয়। যেমন একজন মানুষ বাচ্চা প্রসবের সময় কিছু কষ্ট ভোগ করেন, তেমনি নির্মাণ কাজের কারণে মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে, তবে এটি কোনো বড় বিষয় নয়।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহম্মেদ অনীকসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

পরবর্তীতে উপদেষ্টা ফাওজুল কবির খান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়