News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৬, ১২ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৪:২৯, ১২ সেপ্টেম্বর ২০২৫

দক্ষিণ আফ্রিকায় ফ্রিজ থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় ফ্রিজ থেকে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় কাজী মহিউদ্দিন পলাশ (৩৩) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে। গত তিনদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা।

নিহতের বড় ভাই কাজী সালাউদ্দিন মাসুম জানান, জীবিকার তাগিদে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকা যান পলাশ। সেখানে উইটব্যাংক এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রায় ১০ বছর পর দেশে এসে বিয়ে করেন তিনি। সর্বশেষ এক বছর আগে দেশে ছুটি কাটিয়ে আবার আফ্রিকা ফিরে যান। তার তিন বছর ও এক বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।

আরও পড়ুন: রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রেস সচিব

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন কাজী মহিউদ্দিন পলাশ। তার মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়