News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৮, ৬ সেপ্টেম্বর ২০২৫

আরও দু’দিন ভ্যাপসা গরম, ৯ সেপ্টেম্বর থেকে স্বস্তি

আরও দু’দিন ভ্যাপসা গরম, ৯ সেপ্টেম্বর থেকে স্বস্তি

ফাইল ছবি

বৃষ্টি না হওয়া এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে দেশে অস্বস্তিকর ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, এই গরম আরও দু’দিন থাকতে পারে। চলতি মাসের ৯ সেপ্টেম্বর থেকে আবহাওয়ার পরিবর্তন হয়ে ভ্যাপসা গরম কমে আসবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এদিকে আবহাওয়া অফিসের সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়, আজ সারাদিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আরও পড়ুন: নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দেওয়ায় সরকারের তীব্র নিন্দা

গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙ্গামাটির রামগতিতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়