News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৯, ৩০ আগস্ট ২০২৫

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শনিবার সকাল থেকে পুলিশ মোতায়েন রয়েছে। তবে সেখানে জাতীয় পার্টি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি।

শনিবার (৩০ আগস্ট) সকালে কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে এ চিত্র দেখা যায়।  

 অফিসের সামনে দায়িত্বে থাকা রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানান, সকাল আটটা থেকেই তারা এখানে অবস্থান করছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা রমনা থানার পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকেও এসেছেন।

আরও পড়ুন: শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর: আইএসপিআর

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে একই স্থানে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়