আরও বাড়ল সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতার মেয়াদ আরও ২ মাস বাড়িয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রবিবার(১৩ জুলাই) এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, এ আদেশ কার্যকর হওয়ার পর থেকে পরবর্তী ৬০ দিন সারাদেশে এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তারা।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ধারা ১২(১) ও ১৭ অনুযায়ী সেনা কর্মকর্তা ছাড়াও কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সম-মর্যাদার কর্মকর্তা এই ক্ষমতা প্রয়োগে অধিকৃত হবেন।
আরও পড়ুন: সোহাগ হত্যা: আরও দুই আসামি গ্রেফতার
নির্ধারিত সময়ে সেনা কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির নিচের ধারাগুলোর আওতায় বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন: ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২।
এই ধারাগুলোর আওতায় আইন-শৃঙ্খলা রক্ষা, জনশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং অভিযানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার ক্ষমতা প্রাপ্ত হবেন সেনা কর্মকর্তারা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








