News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪০, ২৪ মে ২০২৫
আপডেট: ২০:৫২, ২৪ মে ২০২৫

ইউনূস-বিএনপি বৈঠক সম্পন্ন, পরবর্তী জামায়াত-এনসিপি

ইউনূস-বিএনপি বৈঠক সম্পন্ন, পরবর্তী জামায়াত-এনসিপি

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে। 

শনিবার (২৪ মে) সন্ধ্যা সোয়া ৭টায় প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বাকি সদস্যরা হলেন—ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রতিনিধি দলটি যমুনায় পৌঁছায়। 

আরও পড়ুন: ঐতিহ্য ও প্রকৃতির ছোঁয়া নিয়ে আসছে নতুন নোট

সরেজমিনে দেখা যায়, দলের সদস্যদের মধ্যে প্রথমে যমুনায় প্রবেশ করেন সালাহউদ্দিন আহমেদ, এরপর প্রবেশ করেন বাকি তিন সদস্য।

বৈঠকের আগে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, চার-পাঁচ দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও তা পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার রাতে বিএনপিকে বৈঠকের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের রূপরেখা এবং আগামী নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

এদিকে, বিএনপির সঙ্গে এই বৈঠকের পর প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। এনসিপির সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে রাত সাড়ে ৮টায়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়