ঐতিহ্য ও প্রকৃতির ছোঁয়া নিয়ে আসছে নতুন নোট
ছবি: সংগৃহীত
ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক বাজারে আনছে নতুন নকশার তিন ধরনের নোট। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অর্থ পাচার রোধ ও বিদেশে পাচার হওয়া সম্পদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ।
শনিবার (২৪ মে) ঢাকার আগারগাঁওয়ে পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
গভর্নর জানান, খুব শিগগিরই বাজারে ছাড়া হবে নতুন ১,০০০, ৫০ ও ২০ টাকার নোট। এবারের ডিজাইনে কোনো ব্যক্তির ছবি থাকবে না। বরং দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী স্থাপনা এবং ধর্মীয় বৈচিত্র্য তুলে ধরা হবে নোটগুলোর ডিজাইনে।
তিনি বলেন, মসজিদ, মন্দির কিংবা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ যেকোনো স্থাপনার ছবি থাকবে এখানে। কোথাও কোনো বৈষম্য রাখা হয়নি।
তিনি আরও যোগ করেন, ঈদের আগেই জনগণ এসব নতুন নোট হাতে পাবে। এর মাধ্যমে জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঈদের আগে বাজারে আসছে নতুন টাকা
পিকেএসএফের অনুষ্ঠানে গভর্নর আরও জানান, অর্থ পাচার ও বিদেশে থাকা সম্পদ ফেরত আনার ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে। যুক্তরাজ্যে বাংলাদেশের ঘনিষ্ঠ রাজনৈতিক পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রায় ৯ কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি সম্প্রতি জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে লন্ডনের অভিজাত গ্রোসভেনর স্কয়ারে অবস্থিত বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।
এই বিষয়ে গভর্নর বলেন, এই জব্দ আমাদের উৎসাহিত করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন বিচার শেষে সিদ্ধান্ত হবে, এই সম্পদ যুক্তরাজ্যের নাকি বাংলাদেশের।
তিনি জানান, এসব উদ্যোগ বাংলাদেশ সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতিরই অংশ, যার উদ্দেশ্য পাচার হওয়া অর্থ ফেরত আনা।
গভর্নর আরও বলেন, লন্ডনে থাকাকালীন যুক্তরাজ্যের কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে আমার আলোচনাও হয়েছে। এ ছাড়া আমি সম্প্রতি দুবাই সফর করেছি এবং সিঙ্গাপুরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থ পাচারবিরোধী একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের কথাও ভাবছি।
গভর্নর মনসুর জানান, ফিন্যান্সিয়াল টাইমস, আল জাজিরা, গার্ডিয়ানসহ আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের অর্থ পাচার বিষয়ক প্রতিবেদন প্রকাশ পাচ্ছে। এমনকি ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও এনজিওগুলোও এ বিষয়ে সোচ্চার।
তিনি বলেন, আমাদের আন্তর্জাতিক বন্ধুদের স্মরণ করিয়ে দিতে হবে যে, এই অর্থ জনগণের এবং তা ফেরত দেওয়াই নৈতিক দায়িত্ব।
নিউজবাংলাদেশ.কম/পলি








