News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০২৫

নেপালের অন্তবর্তী সরকারপ্রধানকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

নেপালের অন্তবর্তী সরকারপ্রধানকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত

নেপালের অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় অভিনন্দন জানান তিনি। 

অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য বাংলাদেশ সরকার, জনগণ এবং তাঁর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। একটি সংকটময় ও চ্যালেঞ্জিং সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

তিনি আরও বলেন, “আপনার দক্ষ নেতৃত্বে নেপালের জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। নেপালের দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে বাংলাদেশ সবসময় পাশে থাকবে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করব।”

আরও পড়ুন: পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেফতার

অভিনন্দন বার্তায় সম্প্রতি নেপালের আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়