News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৫, ১২ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১২:৫৫, ১২ সেপ্টেম্বর ২০২৫

রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রেস সচিব

রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দল থাকলে ভিন্নমত থাকবেই, নাহলে ভিন্নদল কেন থাকবে? কেউ যদি আমার মতো হয়, তাহলে সে আমার দল করবে। তাই রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত স্বাভাবিক। কিন্তু আমরা আবারও বলছি, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) মাগুরার শ্রীপুরে মুসলিম রেনেসাঁর কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং পেছানোর কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, এটি অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট এবং নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ছাড়া বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

প্রেস সচিব আরও বলেন, এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ভবিষ্যতের নির্বাচনের জন্য দিকনির্দেশনা নির্ধারণ করবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে।

নিরাপত্তা বিষয়ে তিনি জানান, ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবে। নির্বাচনি নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়