News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩১, ১০ সেপ্টেম্বর ২০২৫

নেপালে বাংলাদেশের সবাই নিরাপদ: পররাষ্ট্র উপদেষ্টা

নেপালে বাংলাদেশের সবাই নিরাপদ: পররাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

নেপালে চলমান সহিংসতায় আটকা পড়া বাংলাদেশিরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি জানান, ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পুনরায় স্বাভাবিক হলে আটকা পড়া বাংলাদেশিরা নিজ দেশে ফিরতে পারবেন। 

একই সঙ্গে তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের বাফার জোনে বাংলাদেশি সেনা পাঠানোর প্রস্তাবে জাতিসংঘের সম্মতি দেওয়া হলে দেশটি শান্তিরক্ষায় অংশ নিতে প্রস্তুত।

তৌহিদ হোসেন বলেন, নেপালে পরিস্থিতি টালমাটাল হলেও আমাদের জাতীয় দলের ফুটবলারসহ সবাই নিরাপদে আছে। পরিস্থিতি স্থিতিশীল হলে তারা দেশে ফিরতে পারবে। বর্তমানে এয়ারপোর্ট খোলা না থাকায় কিছু করা সম্ভব হচ্ছে না। ভারতের ভিসা না থাকা অবস্থায় এদের ভারতে আনা সম্ভব নয়। তবে ভালো খবর হলো, বিক্ষোভকারীরা যখন হোটেলে রাজনীতিবিদদের খুঁজতে গিয়েছিল, তখন বাংলাদেশের ফুটবল টিমকে সম্মানের সঙ্গে ছাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: নেপালের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা

তিনি আরও যোগ করেন, নেপালের জনগণের মধ্যে আমাদের প্রতি কোনো নেতিবাচক অনুভূতি নেই। দূতাবাস সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। আশা করি, সবাই ঠিকঠাক দেশে ফিরতে পারবে। কিছু সময় লেগে যাবে, তবে অপেক্ষার বাইরে কোনো বিকল্প নেই।

পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তি হলে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাফার জোনে সৌদি আরব ও বাংলাদেশের মতো দেশগুলো সেনা মোতায়েন করতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতিসংঘ। 

তিনি বলেন, যদি যুদ্ধবিরতি হয়, জাতিসংঘ নিশ্চিতভাবেই কোনো ভূমিকা নেবে। শান্তিরক্ষায় আমাদের অভিজ্ঞতা থাকায় এমন পরিস্থিতিতে আমরা অংশ নিতে আগ্রহী।

এদিকে, কাতারে ইসরায়েলি হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়