নেপালে সহিংসতা, ঢাকা–কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
ফাইল ছবি
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংস বিক্ষোভের কারণে দেশটির সরকার বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত সব ধরনের ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
এর ফলে ঢাকা–কাঠমান্ডু–ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ. বি. এম. রওশন কবীর স্বাক্ষরিত একাধিক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ সেপ্টেম্বরের ডাইভার্ট হওয়া ফ্লাইটটি বুধবার সকালে পরিচালনার পরিকল্পনা থাকলেও নেপালের পরিস্থিতি বিবেচনায় তা দুপুর পর্যন্ত স্থগিত রাখা হয়। পরবর্তীতে সন্ধ্যা পর্যন্ত ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, যেহেতু নেপালে বিমানবন্দর বন্ধ এবং বাংলাদেশ ও নেপাল উভয় দেশের দূতাবাস থেকে যাতায়াত না করার নির্দেশনা দেওয়া হয়েছে, তাই আমরা ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। যদি দুপুরের পর বিমানবন্দর খুলে দেওয়া হয়, তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থগিত হওয়া ৯ ও ১০ সেপ্টেম্বরের ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের অবহিত করা হবে। যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে অনুরোধ করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কল সেন্টারে (১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬) সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে।
আরও পড়ুন: কাঠমান্ডুতে নামতে পারেনি বাংলাদেশের বিমান, ফিরল ঢাকায়
নেপালে গত কয়েকদিন ধরে চলমান জেন-জিদের সহিংস বিক্ষোভে দেশটির প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি এবং কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছেন।
বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, মন্ত্রীদের বাসভবন এবং রাজনৈতিক কার্যালয়ে আগুন দিয়েছে। সহিংসতায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ৪০০-এর বেশি আহত হয়েছেন।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অনুকূল পরিস্থিতি না থাকায় মঙ্গলবার ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমানের একটি ফ্লাইট কাঠমান্ডু পৌঁছেও অবতরণের অনুমতি না পেয়ে ঢাকায় ফিরে আসে। ফলে বিজি ৩৭১ (ঢাকা-কাঠমান্ডু) ও বিজি ৩৭২ (কাঠমান্ডু-ঢাকা) ফ্লাইট বাতিল করা হয়। হিমালয়া এয়ারলাইন্সের ফ্লাইটও একই কারণে বাতিল হয়েছে।
বিমানের মুখপাত্র জানান, ঢাকা থেকে কাঠমান্ডুগামী ১১৪ জন এবং কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার ৯৬ জন যাত্রীকে হোটেলে রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে।
কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিজ নিজ স্থানে অবস্থান করতে এবং অযথা বাইরে না যেতে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে নতুন করে নেপাল ভ্রমণ না করার পরামর্শও দেওয়া হয়েছে।
নেপালের চলমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








