কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ছবি: সংগৃহীত
সম্প্রতি কাতারে চালানো ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে এ ঘটনায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা।
বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কাতারের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন কেবল ওই রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন নয়, একই সঙ্গে তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদেরও স্পষ্ট অমান্য।
বাংলাদেশ সরকার অবৈধ ও অযৌক্তিক এই হামলার মুখে কাতারের সরকার ও জনগণের প্রতি অবিচল সংহতি প্রকাশ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটি আবারও প্রমাণ করে ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিধি-বিধানকে অগ্রাহ্য করছে। এতে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন: ভোটার ডাটা লক থাকায় এনআইডি সংশোধন স্থগিতের নির্দেশ
সবশেষে, আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষত জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষসমূহকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ, যাতে দায়বদ্ধতা নিশ্চিত হয় এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান বজায় থাকে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








