News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২১, ৯ সেপ্টেম্বর ২০২৫

কাঠমান্ডুতে নামতে পারেনি বাংলাদেশের বিমান, ফিরল ঢাকায়

কাঠমান্ডুতে নামতে পারেনি বাংলাদেশের বিমান, ফিরল ঢাকায়

ফাইল ছবি

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ এবং সহিংসতার কারণে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটসহ নেপালগামী সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। 

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করা বাংলাদেশ বিমানের ফ্লাইটে ১১৪ জন যাত্রী ছিলেন। 

মুখপাত্র রওশন কবির জানান, নির্ধারিত সময়ে বিমান কাঠমান্ডুর আকাশসীমায় পৌঁছালেও নেপালের সিভিল এভিয়েশনের অনুমতি না পাওয়ায় অবতরণ সম্ভব হয়নি।

রওশন কবির বলেন, আমাদের ফ্লাইট কাঠমান্ডুর আকাশসীমায় পৌঁছালেও নিরাপত্তাজনিত কারণে অবতরণের অনুমতি না পাওয়ায় নামতে পারেনি। পরে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।

ঢাকায় ফ্লাইট অবতরণ করে বিকেল ৩টা ৪৫ মিনিটে। বিমান কর্তৃপক্ষ আটকা পড়া যাত্রীদের হোটেল ব্যবস্থার মাধ্যমে নিরাপদে রাখার ব্যবস্থা করেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ নেপালগামী হিমালয়া এয়ারলাইনসের (এইচ৯) ফ্লাইটও বাতিল হয়েছে। এছাড়া ভারতের এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোসহ অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থার ফ্লাইটও বাতিল হয়েছে।

আরও পড়ুন: নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অসাধারণ ও গুরুতর পরিস্থিতি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে সব ধরনের উড়োজাহাজ উঠানামা বন্ধ রাখা হয়েছে।

নেপালে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়, যা পরে সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা সরকারি অফিস, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবনে আগুন ধরিয়ে দেয়। সহিংসতার কারণে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন।

নেপালের এই সহিংসতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে এবং বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের জন্য পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পুনরায় চালু হবে।

নেপালগামী যাত্রীদের বিমান সংস্থার ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলে সর্বশেষ ফ্লাইটের তথ্য পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়