News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩২, ২ সেপ্টেম্বর ২০২৫

বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরলো সুপ্রিম কোর্টে

বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরলো সুপ্রিম কোর্টে

ফাইল ছবি

বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কিছু অংশ অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আইনজীবীরা জানিয়েছেন, এ রায়ের ফলে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরল। পাশাপাশি সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় স্থাপনেও আর কোনো বাধা থাকল না।

মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে রুলের ওপর রায় ঘোষণা শুরু হয়। এর আগে গত ১৩ আগস্ট চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ইন্টারভেনর হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ আগস্ট ১০ জন আইনজীবীর পক্ষে সংবিধানের ১৯৭২ সালের মূল ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন শিশির মনির। হাইকোর্ট পরে রুল জারি করে জানতে চেয়েছিল— কেন বিদ্যমান অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা করা হবে না।

আরও পড়ুন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন দুই উপদেষ্টা

বর্তমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে, অধস্তন আদালতের দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির হাতে থাকবে। কিন্তু ১৯৭২ সালের মূল সংবিধানে এ ক্ষমতা ছিল সুপ্রিম কোর্টের হাতে। নির্বাহী বিভাগের এ নিয়ন্ত্রণই বিচার বিভাগের স্বাধীনতার পথে অন্যতম অন্তরায় হিসেবে বিবেচিত হচ্ছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়