News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৬, ২ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন দুই উপদেষ্টা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন দুই উপদেষ্টা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তারা সংস্কার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রসঙ্গত, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ বর্তমানে জোরেশোরে চলছে। ইতোমধ্যে একাধিক মামলায় অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই: হাইকোর্ট 

ট্রাইব্যুনাল-১ ও ২–এ এসব কার্যক্রম চলমান থাকলেও মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় বর্তমানে ট্রাইব্যুনাল-২ এর বিচারকাজ টিনশেড ভবনে চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়