আ.লীগের মিছিল থেকে গ্রেফতার সেই বাকপ্রতিবন্ধীর জামিন

ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার বাকপ্রতিবন্ধী সাইদ শেখকে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এ আদেশ দেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
আরও পড়ুন: সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহারে বক্তব্য দিতে বাধ্য করা হয়: আইজিপি
প্রসঙ্গত, গত ২৪ আগস্টে ওই মিছিল থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সাইদসহ ৩ জনকে ২৫ অগাস্ট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মাকসুদুল হাসান। সেখানে তদন্ত কর্মকর্তা সাইদকে বাকপ্রতিবন্ধী হিসেবে তুলে ধরেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি