News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৫, ১ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন স্থগিত

ডাকসু নির্বাচন স্থগিত

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হাইকোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। 

সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস.কে. তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৯ সেপ্টেম্বর। তবে হাইকোর্টের রায়ে এই কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। 

এছাড়া আদালত জানতে চেয়েছে যে, কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন, প্রাথমিক বাছাই, চূড়ান্ত বাছাই এবং ভোটের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

রিটের শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন, আর রিটকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী এবার ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। বিশেষ করে সদস্যপদে সবচেয়ে বেশি ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮টি হলে ১৩টি পদে মোট ১,০৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় ১০ প্রার্থী বাদ পড়লেও তারা আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া ২৮ প্রার্থী স্বতঃস্ফূর্তভাবে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে চূড়ান্তভাবে নির্বাচনে ৪৭১ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: হাইকোর্টের বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ

বিভিন্ন পদে প্রার্থীদের সংখ্যা নিম্নরূপ:

  • সহসভাপতি (ভিপি): ৪৫ জন
  • সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন
  • সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন
  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন
  • কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন
  • আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন
  • ক্রীড়া সম্পাদক: ১৩ জন
  • ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন
  • সমাজসেবা সম্পাদক: ১৭ জন
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন
  • মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক: ১১ জন
  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ১৫ জন
  • সদস্য: ২১৭ জন

এই আদেশের ফলে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়