হাইকোর্টের বিচারপতি ড. আখতারুজ্জামানের পদত্যাগ

মো. আখতারুজ্জামান। ফাইল ছবি
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন।
রবিবার (৩১ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী।
এর আগে, অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানকে তলব করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। গত ১ জুলাই সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখা দিতে বলা হয়। সেই ব্যাখ্যা দিয়েই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে রবিবার পদত্যাগপত্র জমা দেন তিনি। ইতোমধ্যে প্রধান বিচারপতি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
এর আগে এ বছরের ২৩ মার্চ বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা দিয়েছিলেন রাষ্ট্রপতি।
নিউজবাংলাদেশ.কম/এসবি