News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৩, ৩১ আগস্ট ২০২৫

ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট

ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। 

রিটটি দায়ের করেছেন বামজোট সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম।

সূত্র জানায়, রিটের মাধ্যমে ফরহাদের প্রার্থিতা বৈধ কিনা তা নির্ধারণের জন্য বিচার বিভাগের সিদ্ধান্ত কামনা করা হয়েছে। রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, আর ফরহাদের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

রবিবার (৩১ আগস্ট) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রিটের শুনানি দিতে পারে। তবে এখনও চূড়ান্ত তারিখ নিশ্চিত হয়নি। রিটের বিষয়ে হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রিমান্ড শেষে কারাগারে তৌহিদ আফ্রিদি

এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির থেকে ভাইস প্রেসিডেন্ট পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ লড়ছেন। নির্বাচন নির্ধারিত হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর।

উল্লেখযোগ্য, এ রিটের মাধ্যমে আদালত সরাসরি এই বিষয়টি নির্ধারণ করবেন যে, ভোটের আগেই ফরহাদের প্রার্থিতা বৈধ ঘোষিত হবে কিনা। শিক্ষার্থী ও নির্বাচন সংশ্লিষ্টরা এই রায়ের দিকে তাকিয়ে আছেন, কারণ এটি নির্বাচনের প্রচলিত প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়