News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৪, ২০ মে ২০২৫

ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত বুধবার 

ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত বুধবার 

ফাইল ছবি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি মঙ্গলবার (২০ মে) হাইকোর্টে শেষ হয়েছে। 

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আগামী বুধবার (২১ মে) এ বিষয়ে আদেশ ঘোষণা করবেন।

২০২০ সালের ডিএসসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে স্বীকৃতি দেয়। তবে এই রায় ও গেজেটের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা মো. মামুনুর রশিদ হাইকোর্টে রিট করেন। রিটে ইশরাককে শপথ গ্রহণ থেকে বিরত রাখতে এবং ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলামকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। 

আরও পড়ুন: সাংবিধানিক ও জনগুরুত্বপূর্ণ শুনানি সরাসরি সম্প্রচারে রুল

শুনানিতে ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং রিটকারীর পক্ষে আইনজীবী মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। শুনানি শেষে আদালত আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন।

অন্যদিকে, মেয়র পদে ইশরাকের শপথ গ্রহণ বাধাগ্রস্ত করতে ৫ দিন যাবত ডিএসসিসির নগর ভবনের প্রধান ফটকের সামনে তার অনুসারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। ওই এলাকায় মঞ্চ বসানো হয়েছে এবং ফটকে তালা লাগানো হয়েছে। এর ফলে নগর ভবনের সব নাগরিক সেবা বন্ধ রয়েছে, যা সাধারণ মানুষের জন্য বিশাল দুর্ভোগ সৃষ্টি করছে।

রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা বিরাজ করছে। গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ও আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের মধ্যে কঠোর প্রতিযোগিতা হয়। পরে নির্বাচনী ফলাফল ঘোষণায় তাপসকে বিজয়ী ঘোষণা করা হলেও, আদালতের রায়ের মাধ্যমে ফল বাতিল ও ইশরাককে মেয়র ঘোষণা করা হয়।

রাজধানীর সাম্প্রতিক এই রাজনৈতিক উত্তেজনা আরেকবার দেশের রাজনীতি এবং নির্বাচনী প্রক্রিয়ার জটিলতা তুলে ধরেছে। আগামীকাল হাইকোর্টের রায়টি এ ইস্যুতে সুধীজন ও সাধারণ মানুষের নজর থাকবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়