গুগল ফটোজে সহজ ছবি সম্পাদনার জন্য নতুন এআই সুবিধা

ছবি: ইন্টারনেট
গুগল ফটোজ অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর নতুন সুবিধা চালু করেছে। এখন ব্যবহারকারীরা আলাদা টুল বা সেটিংস না বদলিয়েও শুধু লিখিত প্রম্পট বা ভয়েস কমান্ড দিয়ে ছবি সম্পাদনা করতে পারবেন। নতুন এআই ফিচারটির নাম জেমিনি।
গুগল জানিয়েছে, জেমিনি ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই ছবিকে নতুনভাবে সাজানো সম্ভব। ব্যবহারকারীদের কেবল ছবি বেছে নিয়ে ‘হেল্প মি এডিট’ অপশনটি নির্বাচন করতে হবে। জেমিনি স্বয়ংক্রিয়ভাবে ছবি থেকে পেছনের অংশ মুছে ফেলা, নির্দিষ্ট ব্যক্তিকে ফোকাস করা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন বা অবাঞ্ছিত ব্যক্তি ও বস্তু মুছে ফেলার মতো কাজ করবে।
প্রথম ধাপে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা পিক্সেল ১০ সিরিজের ফোনে এই সুবিধা ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: ওয়ালটন নিয়ে এলো প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব
গুগলের দাবি, ছবির জটিল সম্পাদনার কাজের বড় অংশ এআই নিজেই করবে, ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসবে। তবে চালুর আগে ফটোজের এআই আপডেটে কিছু ত্রুটির কারণে সুবিধাটি নির্ধারিত সময়ে উন্মুক্ত করা সম্ভব হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি