নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-এ ভিন্ন রূপে শুভশ্রী

ছবি: সংগৃহীত
সুসময়ের আকাশে ডানা মেলে উড়ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সম্প্রতি ধূমকেতু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার নতুন অবতারে হাজির হলেন এই তারকা। কপালে জখম, চোখে-মুখে ক্ষোভ- এমন ভিন্ন রূপে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছেন শুভশ্রী।
অদিতি রায়ের পরিচালনায় হইচই’র নতুন ওয়েব সিরিজ অনুসন্ধান-এ অভিনয় করছেন শুভশ্রী। সিরিজটির কাহিনি আবর্তিত হয়েছে কারাগারে বন্দি এক অন্তঃসত্ত্বা নারীর জীবনকে ঘিরে। নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা এক ছবিতে শুভশ্রীকে দেখা গেছে সাংবাদিক চরিত্রে, যেখানে চোখে রাগ, কপালে কাটা দাগ আর চেহারাজুড়ে যুদ্ধংদেহি অভিব্যক্তি ফুটে উঠেছে।
আরও পড়ুন: শাকিবের সিনেমায় শাহরুখ-রণবীরের ডিওপি অমিত রায়
পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজে শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায়, অরিত্র দত্ত বণিকসহ একঝাঁক নতুন তারকা।
এর আগে শুভশ্রীকে সর্বশেষ ধূমকেতু সিনেমায় দেখা যায়। ছবিটিতে দেব-শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিৎ চক্রবর্তী প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এসবি