News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১১, ২৫ মে ২০১৫
আপডেট: ০১:৪১, ১৮ জানুয়ারি ২০২০

রোকেয়া বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রতিবাদে ধর্মঘট

ভর্তি পরীক্ষায় জালিয়াতির প্রতিবাদে ধর্মঘট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার এমআর শিট বাতিল এবং জালিয়াতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে মঙ্গলবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

সোমবার বিকেলে নগরীর জিএলরায় রোডের বাসদ (সাম্যবাদ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদদে পরীক্ষায় অংশগ্রহণ না করেও মেধা তালিকায় ১৬১ তম স্থান অধিকার করা, ওএমআর শিট ছাড়াই ‘এ’ ইউনিটের রেজাল্ট প্রকাশ, পরীক্ষার সমন্বয়ক কর্তৃক ১৮ টি ওএমআর শিট বাসায় নিয়ে যাওয়া ও আপন ছোট বোন পরীক্ষায় অংশ নিলেও বিধি লঙ্ঘন করে গণিত বিভাগের প্রভাষক ইসমাইল হোসেন ভর্তি পরীক্ষার কমিটির দায়িত্বে থাকাসহ নানা অনিয়ম সংঘটিত হয়েছে এবারের ভর্তি পরীক্ষায়।

প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এসব অনিয়মের তদন্ত ও বিচারের দাবি জানালে উপাচার্য এসব বিষয়ে অপরাগতা প্রকাশ করেন।

এ অবস্থায় প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকে সকল অনিয়মের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বেরোবি উপাচার্য প্রফেসর ড. একেএম নূরন্নবী বলেন, ভর্তি কার্যক্রম শেষে তদন্ত কমিটি গঠন করা হবে কি না সে বিষয়ে ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের বেরোবি শাখার সদস্য সচিব আহমেদ ইয়াসির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আহসান হাবিবসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়