News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২০, ১ মে ২০১৫
আপডেট: ০১:৩৪, ১৮ জানুয়ারি ২০২০

জাবিতে কম্পিউটার সায়েন্সের ১৫ শিক্ষকের পদত্যাগের সিদ্ধান্ত

জাবিতে কম্পিউটার সায়েন্সের ১৫ শিক্ষকের পদত্যাগের সিদ্ধান্ত

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্তব্যরত ১৫ জন শিক্ষক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ওই বিভাগের সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দিন শুক্রবার শিক্ষকদের এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, “সিন্ডিকেটের এক সিদ্ধান্তের প্রতিবাদে বিভাগের ১৫ জন শিক্ষক আগামীকাল শনিবার পদত্যাগপত্র জমা দেবেন।”

সিএসই বিভাগের পদত্যাগকারী শিক্ষকরা হলেন- সিন্ডিকেট সদস্য অধ্যাপক হানিফ আলী, বিভাগের সভাপতি অধ্যাপক মো. শরীফ উদ্দিন, অধ্যাপক ইমদাদুল ইসলাম, অধ্যাপক মো. গোলাম মোয়াজ্জেম, সহযোগী অধ্যাপক মো. হুমায়ূন কবীর, আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, প্রভাষক স্বর্ণালী বসাক, তানজিলা রহমান এবং তাহসিনা হাসান, আকরাম হোসাইন, জাহিদুর রহমান, ইসরাত জাহান, লিটন জুড রোজারিও, আমিনা খাতুন, সনজিৎ কুমার সাহা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভূতাত্ত্বিক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবনির্মিত তৃতীয় তলায় পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়ার বিষয়ে সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদে ওই শিক্ষকরা পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এদিকে, সিন্ডিকেটের এ সিদ্ধান্তের প্রতিবাদে আজ (শুক্রবার) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অনশন শুরু করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়