News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৩, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ১০:৫৩, ২৭ আগস্ট ২০২৫

রুমমেটকে ছুরিকাঘাত, হল থেকে ডাকসুর ভিপি প্রার্থী জালাল বহিষ্কার

রুমমেটকে ছুরিকাঘাত, হল থেকে ডাকসুর ভিপি প্রার্থী জালাল বহিষ্কার

ছুরিকাঘাতে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল হক। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে হল থেকে বহিষ্কার করেছে। 

মঙ্গলবার রাত সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে জালাল আহমদ টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি স্টাডিজ বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। তিনি আসন্ন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দুজনের মধ্যে তুমুল তর্কাতর্কি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, জালাল প্রথমে রবিউলের বুকে ছুরি মারে। পরে সহপাঠীরা দ্রুত রবিউলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেন।

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে

অন্যদিকে জ্বালাময়ী জালালের দাবি, তিনিই হামলার শিকার। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে আমি উকিল নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই আমার রুমমেট রবিউল আমাকে মারধর করে। সে গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে।”

ঘটনাস্থলে উপস্থিত হাজী মুহাম্মদ মুহসীন হলের দর্শন বিভাগের ২০২৩-২৪ সেশনের এক শিক্ষার্থী জানান, “প্রথমে রবিউলের বুকে ছুরি মারে জালাল। আর রবিউল জালালের হাতে ও পায়ে আঘাত করছে।”

হলের শিক্ষার্থী মো. রেদোয়ান বলেন, “জালাল আহমেদ সিনিয়র শিক্ষার্থী ছিলেন, অনেকে তাকে ‘আদু ভাই’ বলেও ডাকত। তবে শিক্ষার্থীদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। জালালও আহত হয়েছেন বলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তার হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে।”

এ ঘটনার পর মুহসীন হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে যান প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা। ঘটনাস্থলেই জালাল আহমদকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন প্রাধ্যক্ষ।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়