News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৯, ২৪ ডিসেম্বর ২০১৯
আপডেট: ০১:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০২০

স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির প্রথম উপাচার্য অধ্যাপক আউয়াল

স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির প্রথম উপাচার্য অধ্যাপক আউয়াল

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আগামী ৪ বছরের জন্য নিয়োগ দিয়েছেন তাকে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন সাতুরিয়া গ্রামে ১৯৪৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম রুস্তম আলী খান ও মাতা মরহুম ছাহেরা খাতুন বিদ্যোত্সাহী ও দানশীল হিসেবে খ্যাত ছিলেন। তিনি ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রথম শ্রেনীতে মাস্টার অব কমার্স ডিগ্রী অর্জন করেন। ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ২০০০ সালে অধ্যাপক হিসেবে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। এরপর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও ডীন হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

চলতি বছর রাজধানীর মহাখালীতে অনুমোদিত ক্যম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের খ্যাতিমান কর্পোরেট প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করে।

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়