শ্রীপুরে বজ্রপাতে নিহত ২, আহত ৩
গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে শুক্রবার বজ্রপাতে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন, শ্রীপুর উপজেলার বেলদিয়া গ্রামের মিয়ার উদ্দিন মেঘুর ছেলে কৃষক নছর উদ্দিন (৬০) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মধুপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে ক্ষেতমজুর ছফির উদ্দিন (৩৫)।
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শারমিন জেরিন জানান, “শুক্রবার দুপুর আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার বেলদিয়া গ্রামের ধান ক্ষেতে কাজ শেষে জমির পাশে বসে পাঁচজন একত্রে দুপুরের খাবার খাচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে তারা আহত হন। আহত অবস্থায় তাদেরকে স্থানীয় কাওরাইদ নিউলাইফ ডায়াবেটিক সেন্টারে নেওয়া হয়। পরে সেখান থেকে নছর উদ্দিন ও ছফির উদ্দিনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
আহতদেরকে স্থানীয় নিউলাইফ ডায়াবেটিক সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন মো. শাহজাহান (৩৫), আহাম্মদ আলী (৪৫) ও রজব আলী (৩৫)।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম