News Bangladesh

ক্যাম্পাস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৭, ১ সেপ্টেম্বর ২০২৫

বহিরাগতদের হামলায় উত্তপ্ত বাকৃবি, শিক্ষার্থীদের ৬ দফা দাবি

বহিরাগতদের হামলায় উত্তপ্ত বাকৃবি, শিক্ষার্থীদের ৬ দফা দাবি

ছবি: সংগৃহীত

বহিরাগতদের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে অনেক ছাত্রী বাড়ির পথে রওনা দিলেও ছাত্রদের বড় অংশ হল ছাড়তে অস্বীকৃতি জানায়। সকাল ৯টার দিকে তারা রাস্তায় নেমে মিছিল শুরু করে। বিভিন্ন হল থেকে মিছিল এসে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটের সামনে একত্রিত হয় এবং বহিরাগতদের হামলার বিচারসহ হল ছাড়ার নির্দেশনার প্রতিবাদে স্লোগান দেয়।

পরে এদিন সকাল সাড়ে ১১টার দিকে আমতলায় সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করে এবং দুপুর ২টার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দেয়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
১. দুপুর ২টার মধ্যে অবৈধভাবে দেওয়া হল ভ্যাকেন্টের নির্দেশ প্রত্যাহার।
২. হলগুলোর সব ধরনের সুবিধা নিরবিচ্ছিন্ন রাখা।
৩. শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এবং বহিরাগত হামলায় মদদ দেওয়ার দায়ে প্রক্টরিয়াল বডির পদত্যাগ (২৪ ঘণ্টার মধ্যে)।
৪. হামলার ঘটনায় উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা।
৫. বহিরাগত সন্ত্রাসী ও সংশ্লিষ্ট শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি।
৬. দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবিলম্বে একক কম্বাইন্ড ডিগ্রি প্রদান, তিনটি পৃথক ডিগ্রি বাতিল।

আরও পড়ুন: বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, উপাচার্যের বাসভবন ঘেরাও

উল্লেখ্য, ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করে আসছে। গত রোববার (৩১ আগস্ট) একাডেমিক কাউন্সিলে পৃথক ডিগ্রি বহাল রাখার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তালা ঝুলিয়ে দেয়। এতে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ হন।

পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেও সমাধান করতে ব্যর্থ হন। সন্ধ্যার পর বহিরাগতদের হামলায় শিক্ষার্থী ও সাংবাদিকসহ অনেকে আহত হলে পুরো ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। এর পরই রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা করে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়