নির্বাচনে সন্ত্রাস কাম্য নয়: সালমান এফ রহমান
ঢাকা: কোনো নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ড কাম্য নয় বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি সালমান এফ রহমান। শনিবার এফবিসিসিআই ২০১৫-২০১৭ মেয়াদের পরিচালক পদের নির্বাচনকে কেন্দ্র করে মতিঝিল ফেডারেশন ভবনের সামনে দুই প্রার্থী সমর্থকদের সংঘর্ষের ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শুরুর দিকে আনুমানিক সকাল সাড়ে দশটার সময় ভোটারদের স্বাগত জানানো নিয়ে দুই পক্ষের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এ ঘটনা নিয়ে সালমান এফ রহমান নিউজবাংলাদেশকে বলেন, “কোনো নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের কাম্য নয়। এ নির্বাচন দেশের ব্যবসায়ীদের প্রাণের নির্বাচন। এফবিসিসিআই দেশ ও দেশের ব্যবসায়ীদের স্বার্থে কাজ করে। জয়-পরাজয় কোনো বিষয় নয়।”
তিনি আরো বলেন, “সবাই একসঙ্গে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে আমি আশা করি। শুধু ব্যবসায়ীদের এ নির্বচনেই নয়, কোনো নির্বাচনেই সন্ত্রাসী কর্মকাণ্ড কাম্য নয়।”
নিউজবাংলাদেশ.কম/জেএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম








