News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০২, ৯ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ২০:৪১, ১০ মার্চ ২০২০

ডিএসইর নতুন এমডি ছানাউল হকের যোগদান

ডিএসইর নতুন এমডি ছানাউল হকের যোগদান

ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে রোববার যোগ দিয়েছেন কাজী ছানাউল হক। ৯৪৫তম বোর্ড সভায় পরিচালনা পর্ষদ তাকে ডিএসইর এমডি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল।

রোববার ডিএসইর উপ-মহাব্যবস্থাপক (প্রকাশনা ও জনসংযোগ বিভাগ) মো. শফিকুর রহমান এ তথ্য জানিয়েছে।

শফিকুর রহমান জানান, ডিএসই বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন্স ২০১৩ অনুযায়ী একই দিন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠায়। এর আগে গত ২৩ জানুয়ারি বিএসইসি তার নিয়োগের অনুমোদন করে।

কাজী ছানাউল হক ডিএসইতে যোগদানের আগে কর্মসংস্থান ব্যাংকের এমডি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাজশাহী কৃষি উন্নয়ন বোর্ডের এমডি ও অগ্রণী ব্যংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পেশাগত জীবনে তার রয়েছে বৈচিত্র্যময় অভিজ্ঞতা। তিনি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক বিডিবিএলের জেনারেল ম্যানেজার হিসেবে ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিভিশন, এসএমই অ্যান্ড জেনারেল অ্যাডভান্স ডিভিশন, রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট, এস্টাবলিস্টমেন্ট অ্যান্ড কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট, অডিট অ্যান্ড ইন্সপেকশন ডিপার্টমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ছানাউল হক আইসিবির সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আইসিবির বাস্তবায়ন ও ঋণ আদায় ডিভিশন, ইকোনমিক অ্যান্ড বিজনেস রিচার্স, লোন অ্যাপ্রাইজাল বিভাগসহ খুলনা ও রাজশাহী কার্যালয়ের বিভিন্ন বিভাগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিনি বহুজাতিক কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও আৰ্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে যুক্ত ছিলেন৷ তার রয়েছে ম্যানেজমেন্ট টেকনিকস ফর এক্সিকিউটিভস, অষ্টাদশ আচরণ ও শৃংখলার প্রশিক্ষণ। 

ছানাউল হক ভারত ও মালয়েশিয়া থেকে ‘আইডেনটিফিকেশান অ্যান্ড রিহ্যাবিলিটেশান অব সিক অ্যান্ড ব্রেকথ্রো লিডারশিপ’ বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়