News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৬, ৩০ অক্টোবর ২০১৯
আপডেট: ১৮:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২০

‌‘লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

‌‘লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯ উদ্বোধন করেছেন।

বুধবার সকল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ শো’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে বেলা ১১টার পর প্রধানমন্ত্রী প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনের পর তা ঘুরে দেখেন।

‘ফিউচার প্রুফ সোর্সিং’ স্লোগানে এবারের শোতে ৩০টির বেশি দেশের ক্রেতা ও ব্রান্ড প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। এছাড়া ১০টি প্যাভিলিয়ন ও ৩০টি স্টল রয়েছে।

আয়োজকরা জানান, চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণ ও বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশের বাজারে বিনিয়োগে আকৃষ্ট করতেই এ আয়োজন বেলে জানিয়েছেন প্রদর্শনীটির আয়োজকরা।

বিদেশি ক্রেতাদের আকর্ষণে বাংলাদেশে তৈরিকৃত নানা ধরনের চামড়া ও চামড়াজাতীয় পণ্য প্রদর্শন করা হচ্ছে এতে। এই প্রদর্শনী চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়