৯৮তম অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান
সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী পরিচালক-প্রযোজকের ছবিটি অবশ্যই বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র হতে হবে। চলচ্চিত্রটি ১ অক্টোবর ২০২৪-এর পর এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর আগে মুক্তিপ্রাপ্ত হতে হবে এবং দেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে সাত দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত থাকতে হবে। উল্লেখযোগ্য অংশ বাংলাদেশি পরিচালকের নিয়ন্ত্রণে নির্মিত হতে হবে।