মেয়েদের জন্য মায়া আপা
মেয়েদের দরকারি তথ্য দিয়ে সহায়তার কাজ করছে ‘মায়া আপা'। বিশেষত প্রতিনিয়ত যেসব সমস্যার মুখোমুখি হলেও কাউকে বলতে পারেননা, সেসবের সমাধানের তথ্য ও উপায় পাওয়া যাবে মায়া আপার কাছে।
নারী বিষয়ক নানা তথ্য, স্বাস্থ্য, নিরাপত্তা এবং অধিকার সম্পর্কে সচেতন এবং সক্রিয় করতে মোবাইল অ্যাপের নাম ‘মায়া আপা'। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় মায়া ডটকম ডট বিডি নিয়ে এসেছে এই অ্যাপ।
গত ফেব্রুয়ারি থেকে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই পাওয়া যাচ্ছে ‘মায়া আপা'। এতে পরিচয় গোপন রেখে মেয়েরা বিভিন্ন বিষয়ে সমস্যা সম্পর্কে প্রশ্ন করে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিনা পয়সায় সমাধান ও তথ্য জানতে পারবেন। শুধু স্বাস্থ্য নয়, মায়া আপার কাছে বিভিন্ন সামাজিক ও আইনি পরামর্শও পাওয়া যাবে।
অ্যাপটি তৈরি করেছেন বাংলাদেশের দুই সফটওয়্যার প্রকৌশলী আসিয়া খালেদা এবং সুব্রামি মৌটুসি। ‘মায়া আপা'-র প্রতিষ্ঠাতা আইভি হক নিজের মায়ের স্মরণে মোবাইল অ্যাপটির নামকরণ করেছেন- ‘মায়া আপা'।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম