News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৪, ১১ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০২:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

প্রস্তুতি ম্যাচে মুশফিক-সাব্বিরদের গুড়িয়ে দিল জিম্বাবুয়ে

স্পোর্টস রিপোর্টার

প্রস্তুতি ম্যাচে মুশফিক-সাব্বিরদের গুড়িয়ে দিল জিম্বাবুয়ে

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে এক মাত্র টি-টোয়েন্টির প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড( বিসিবি) একাদশকে গুড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে। 

বুধবার ফতুল্লায় সাইফ হাসানের বিসিবি একাদশকে ১৬ বল হাতে রেখেই ৭ উইকেটে হারিয়েছে হ্যামিল্টন মাসাকাদজার জিম্বাবুয়ে।

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। সিরিজের তৃতীয় দলটি আফগানিস্তান। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিসিবি একাদশ। 

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান তোলে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন সাব্বির রহমান। এছাড়া অভিজ্ঞ মুশফিকুর রহিম ২৬, মোহাম্মদ নাঈম ২৩, অধিনায়ক সাইফ হাসান ২১ রান করেন। এছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অংকের কোটায় পৌছাতে পারেনি। জিম্বাবুয়েল হয়ে শন উইলিয়ামসন তিনটি ও নেভিল মাদজিভা নেন দুটি উইকেট। 

জবাবে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর ৪.৫ ওভারে ৪২ রানের জুটি গড়েন। মাসাকাদজা ২৩ বলে ব্যাক্তিগত ৩১ রান করে আফিফ হোসেনের বলে বিদায় নেন। আফিফের দ্বিতীয় শিকার কেন কেইগ আরভিন। ব্যক্তিগত ৪ রান করে ফেরেন। তৃতীয় ব্যাটসম্যান হিসাবে আফিফের বলে এলিবিডাব্লিউর শিকার হন শন উইলিয়াশন ২ রান করে। 

এরপর তিরিনেস মারুমাকে সাথে নিয়ে ব্যাটিংয়ে ঝড় তোলেন ওপেনার ব্রেন্ডন টেলর। তাদের ঝড়ো ব্যাটিংয়ে প্রস্তুতি ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। টেলর মাত্র ৪৪ বলে দুই বাউন্ডারি ও তিন ছক্কায় অপরাজিত ৫৭ রান করেন। এছাড়া মারুমা ২৮ বলে পাঁচ বাউন্ডারি ও এক ছক্কায় অফরাজিত ৪৬ রান করেন। বিসিবি একাদশের হয়ে আফিফি হোসেন একাই নেন তিনটি উইকেট।

 

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়