টাইগারদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন সাকিব
ঢাকা: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে ক্রিকেটপ্রেমীদের হৃদয় ছুঁয়েছে মাশরাফি মুর্তজা বাহিনী। সেটা দুর্দান্ত পারফরম্যান্স দিয়েই। কিন্তু সেটাকেই সামর্থ্যের শেষ সীমা হিসেবে ভাবছেন না সাকিব আল হাসান। ক্রিকেটে বাংলাদেশের আরো উজ্জল ভবিষ্যত দেখছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার।
সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেট থেকে নতুন নতুন মুখ উঠে আসা নিয়ে বলতে গিয়ে সাকিব বলেন, “দিন দিন আমাদের বয়সভিত্তিক দলগুলোর কাঠামো শক্তিশালী হচ্ছে। সেজন্য এখন আগের থেকে বেশি ভালো মানের খেলোয়াড় পাচ্ছি আমরা। আর অনেক বেশি খেলোয়াড় থেকে দল বেছে নেওয়ার সুযোগ হচ্ছে। নতুনরা দলে এসেই ক্লিক করতে পারছে। যা বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক একটি পরিবর্তন।”
বাংলাদেশ দলে জায়গা পেতে তরুণদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হয়েছে। এটা নিয়ে সাকিবের ভাষ্য, “আরো বেশি পরিণত হয়েই ঘরোয়া ক্রিকেট থেকে তরুণরা উঠে আসছে। সেজন্য আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিকতা দেখাতে পারছে তারা। যেমন রনি তালুকদার পাকিস্তানের বিপক্ষে সিরিজে সুযোগ পেয়েছে। এজন্য লিটন দাসের সঙ্গে ফাইট দিতে হয়েছে তাকে। আসলে দুজনেই ভালো ব্যাটসম্যান। তবে সবচেয়ে বড় বিষয় হলো এখন দলে সুযোগ পাওয়ার জন্য তাদের পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। এটা ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতিতে সাহায্য করবে।”
তবে বাংলাদেশ ক্রিকেটের আরও দ্রুত উন্নতির জন্য ক্রিকেট জায়ান্টদের যে সাহায্য প্রয়োজন সেটাও জানান সাকিব। তিনি বলেন, “ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দেশগুলোতে সফর না করলে সেরা পর্যায়ে খেলার জন্য আমরা কখনোই পুরোপুরি তৈরি হতে পারব না। যদিও পরিস্থিতি আস্তে আস্তে কিছুটা বদলাচ্ছে। কয়েকদিন পর পাকিস্তান আসছে বাংলাদেশে। এরপর ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াও আসবে। আসলে এই মুহূর্তে বড়দলগুলোর বিপক্ষে আমাদের ঠাসা সূচি রয়েছে। আশা করি বড় দলগুলো নিয়মিত বাংলাদেশ সফরে আসবে। কিন্তু এই দেশগুলোতে সফর না করলে আমরা বুঝতে পারব না আসলেই কতোটা উন্নতি করেছি আমরা।”
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম