মেসি-রোনালদোর হাজার গোল
ঢাকা: ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি যৌথভাবে ১০০০ গোল করে ফেললেন।
শনিবার স্প্যানিশ লা লিগার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ে ওই নজির স্থাপিত হয়।
প্রথমে পিছিয়ে পড়ার পর ন্যু ক্যাম্প স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বুলাগ্রানাদের পক্ষে সমতাসূচক গোলটি করেছিলেন ফুটবলের ক্ষুদে জাদুকর। এই গোলটি ছিল মেসি-রোনালদো জুটির ১০০০তম গোল।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই ফুটবলার প্রতিযোগিতামূলক ফুটবলে ১৩৮৬ ম্যাচ খেলে যৌথভাবে ১০০০ গোল উপহার দিলেন। এর মধ্যে ৭৭৩ ম্যাচ খেলে রোনালদোর গোল ৫১৮টি। অন্যদিকে ৬১৩ ম্যাচে ৪৮২ গোল এমএলটেনের।
অবশ্য গোল সংখ্যায় পিছিয়ে থাকলেও ট্রফি সংখ্যা ও গোল গড়ে সিআরসেভেনের চেয়ে এগিয়ে মেসি। রোনালদোর গোল গড় যেখানে ০.৬৭ সেখানে মেসির ০.৭৯। অন্যদিকে মেসির ট্রফি ২৬টি, রোনালদোর ১৬।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম