ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে খুলনা

বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ (বিপিএল) এর জমজমাট ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। ফলে টস হেরে খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে নামছে রাজশাহী রয়্যালস। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।
ফাইনালে শক্তির বিচারে এবারের আসরের অন্যতম শক্তিধর দল রাজশাহী। কারণ লিগ পর্বে ১২ ম্যাচে ৮ জয় নিয়ে প্লে অফ নিশ্চিত করেছিলো পদ্মা পাড়ের দলটি। অন্যদিকে প্লে অফে এসে প্রথম কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের কাছে ২৭ রানে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারের শ্বাসরুদ্ধকর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে আন্দ্রে রাসেলের দলটি।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএস