আমেরিকার চন্দ্রজয়ের তদন্ত দাবি রাশিয়ার
১৯৬৯ সাল ভিয়েতনাম যুদ্ধ চলেছে, যুদ্ধের দায়ভার আমেরিকার কাঁধে। তার বিরুদ্ধে বিশ্বব্যাপী তীব্র সমালোচনা। ঠিক সেই সময়ই অন্যদিকে আলোচনায় উঠে আসে আমেরিকা। মার্কিনীরা মানব সভ্যতাকে আরও একধাপ সামনে এগিয়ে নিয়েছে এই খবরে অনেকটাই চাপা পরে ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতা। ১৯৬৯ সালে এ্যাপলো-১১ পৃথিবীন একমাত্র উপগ্রহ চাঁদে গিয়ে অবতরণ করে। মানব সভ্যতার ইতিহাসে পৃথিবীর বাইরে প্রথম কোন মানুষের পা পড়ল।
ঠিক সেই সময় থেকে বর্তমান পর্যন্ত এই ঐতিহাসিক চন্দ্র জয়ের ঘটনার বিভিন্ন অসঙ্গতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেকেই এই চন্দ্র অবতরণকে মিথ্যা বলে দাবি করেছিল।
সে সময় অনেকেই কিছু জনপ্রিয় প্রশ্ন তুলেছিলেন, যার মিমাংসা হয় নি। যেমন: চাঁদে বাতাস নেই অথচ চাঁদের বুকে আমেরিকার পতাকা কি ভাবে পতপত করে উড়ছিল? কিংবা কেনই বা চাঁদের পাথুরে মাটিতে নভোচারীর পায়ের এত গভীর ছাপ পড়েছিল?
সমালোচনায় সবার আগে ছিল আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রাশিয়া।
বিভিন্ন সময় রাশিয়ার পক্ষ থেকে নানা প্রশ্ন তোলা হলেও, সম্প্রতি রাশিয়া এক ভিন্ন প্রস্তাব দিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আমেরিকার চাঁদে অবতরণে ঘটনাটির গভীর তদন্ত করতে চায়। তারা জানতে চায় কিভাবে নাসার আসল ভিডিও ফুটেজটি হারিয়ে গেল এবং আসলেই ১৯৬৯ সালে কি ঘটেছিল?
রাশিয়া সরকারের অনুসন্ধান বিষয়ক মুখপাত্র ভ্লাদিমির মারকিন বলেন, “ কিভাবে ১৯৬৯সালের নাসার আসল ভিডিও এবং চাঁদ থেকে নিয়ে আসা পাথর খণ্ডটি হারিয়ে গেল, আমরা এ রহস্যের সমাধান করতে চাই।”
রাশিয়ার ইসভেস্তিয়া পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে ভ্লাদিমির মারকিন জানান, চাঁদে অবতরনের প্রথম ভিডিওটি হারিয়ে যাওয়ার ঘটনা থেকে তাদের সন্দেহ আরও বেড়েছে।
এদিকে মস্কো টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদিমির মারকিন দাবি করেছেন ৬৯ সালে আমেরিকা আসলে চাঁদে যায়নি, বরং এ্যপোলো-১১'র পুরো ঘটনাটি ছিল শুধুমাত্র একটা সাজানো নাটক মাত্র! এমনকি সম্প্রতি ঘটে যাওয়া ফিফা কেলেঙ্কারিকেও আমেরিকার নাটক বলেছেন তিনি।
উল্লেখ্য, ছয় বছর আগে নাসা জানিয়েছিল, চাঁদে অবতরণের আসল ভিডিও ফুটেজটি ভুলক্রমে মুছে গেছে। আর বাকি কপিগুলো হারিয়ে গেছে। এর পর থেকে আমেরিকার চন্দ্রজয় নিয়ে সন্দেহ আরও বাড়তে থেকে মানুষের।
রাশিয়ার অনুসন্ধানের প্রস্তাবে আমেরিকা এখনো রাজী হয়নি। বিষয়টি নিয়েও কোন মন্তব্য করেনি দেশটির কেউ।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এসজে
নিউজবাংলাদেশ.কম