News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২৪, ২৩ মে ২০১৫
আপডেট: ২২:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০২০

আজ জাভির সঙ্গে ভারমালেনও

আজ জাভির সঙ্গে ভারমালেনও

ঢাকা: আজ শনিবার স্প্যানিশ লা লিগার ম্যাচে দেপার্তিভো লা করুনার বিপক্ষে শেষবারের মতো মাঠে নামবেন স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ। লিগে এটি তার ক্যারিয়ারের ৫০৫তম ম্যাচ। একই দিনে ন্যু ক্যাম্পে বার্সা অভিষেক হতে যাচ্ছে কাতালনদের বেলজিয়ান ডিফেন্ডার থমাস ভারমালেনের।

এই সপ্তাহেই বার্সা ছাড়ার ঘোষণা দেন জাভি। ২৪ বছর স্পেন চ্যাম্পিয়নদের সার্ভিস দেয়ার পর এই মৌসুম শেষেই কাতারি ক্লাব আল সাদে যোগ দেবন লা রোজা কিংবদন্তি। অন্যদিকে গত মৌসুমে ১৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনাল থেকে ন্যু ক্যাম্পে ঘাঁটি গাড়েন ভারমালেন। কিন্তু চোটে ভোগার কারণে এখনো বার্সার জার্সি গায়ে চড়ানো হয়নি বেলজিয়ান ডিফেন্ডারের। সেই ভারমালেন আজ অভিষিক্ত হতে পারেন।

বার্সেলোনা ইতোমধ্যেই স্প্যানিশ লিগ জিতে নেয়ায় এবং আগামী দুই সপ্তাহে আরো দুটি গুরুত্বপূর্ণ ফাইনাল থাকায় দেপার্তিভো ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবেন লুইস এনরিকে। গতকালের ম্যাচে বার্সা কোচ জানিয়ে দিয়েছেন, শনিবার মাঠে নামবেন জাভি ও ভারমালেন উভয়েই। তিনি বলেন, “শনিবার একাদশে অনিয়মিত ফুটবলাররা মাঠে নামবেন। এটা ভারমালেনের অভিষেক হওয়ার জন্য খুব ভালো একটা দিন। একই দিনে সেরা একাদশে থেকে ম্যাচ শুরু করবেন জাভি।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়